Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মতলব উপজেলার অধীনে বিগত ১৭ অক্টোবর ২০২২হতে ২০২৩ সাল পর্যন্ত চলমান আছে ওএমএস কার্যক্রম ।গরীব ও অসহায় দরিদ্র সাধারণ ভোক্তা ছিন্নমূল পর্যায়ের লোকদের প্রতিদিন ০৫ কেজি করে চাউল ক্রয় করতে পারে । এটা একটি সরকারের যুগান্তকারী পদক্ষেপ।
বিস্তারিত

মতলব দক্ষিণ উপজেলায় ওএমএস খাতে চাউল/আটা  দরিদ্র সাধারণ, ভোক্তা, ছিন্নমূল ,পর্যায়ের লোকদের প্রতিদিন ০৫ কেজি করে চাউল সহজে ৩০টাকা কেজি দরে  ক্রয় করতে পারে । যেখানে দোকানে কিনতে গেলে ৫০/-টাকা থেকে ৫৫-৬০/-টাকা পর্যন্ত লাগে  । আটার কেজি ভোক্তা পর্যায়ে ২৪/-টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ।তাহার বিপরীতে দোকানে কিনতে লাগতো ৫০-৫৫/-টাকা  ছিল।এবং মহামারি করোনাকালিন সময়ে উক্ত চাউল/আটা স্বল্প মূল্যে  বিক্রি কার্যক্রম ছিল।যাহা গরীব অসহায় ও ছিন্নমূল্য পর্যায়ের লোকদের কষ্ট কিছুটা কম ছিল।যেখানে করোনাকালিন সময়ে দরিদ্র জনগোষ্টীর কর্মহীন এবং কর্মক্ষম সময়ে অত্যান্ত উপকার পেয়েছিল।