Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২১/০৯/২০২৩ তারিখ টিসিবি ডিলারদের সাথে মতবিনিময় সভায় কার্যবিবরণী অনুষ্ঠিত হয় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় মতলব দক্ষিণ,চাঁদপুর।
বিস্তারিত

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার ডিলারগণ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক,এবং মতলব এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মতলব দক্ষিণ এলএসডির কর্মচারীগণ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে কর্মরত জনাব, মোঃ ফিরোজ মিয়া উপ-খাদ্য পরিদর্শক।

সভাপতি সভার শুরুতে উপস্থিত ডিলারদের শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন। তিনি বলেন বর্তমানে বাজারদর স্থিতিশীল রাখার জন্য সাড়া দেশের ন্যায় মতলব পৌরসভায় এবং চাঁদপুর জেলায় ও খোলা বাজারে/টিসিবি চাউল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।মাথাপিছু ০৫কেজি করে এন আইডি,টিসিবির কার্ড যাচাই ও এন্ট্রি করে বিক্রি করতে হবে।মজুদ খাদ্য শস্য ,মজুদ রেজিষ্টারে এন্ট্রি করতে হবে।বিক্রি তারিখের খাদ্য শস্য পূর্বের দিন উত্তোলন পূর্বক দোকানে মজুদ করতে হবে।নির্ধারিত ব্যানার অবশ্যই দোকানের সামনে ঝুলানো থাকতে হবে।বরাদ্ধ অনুযায়ী কমপক্ষে ০২(দুেই) দিনের চাউল আটা উত্তোলন করতে হবে।

ছবি
প্রকাশের তারিখ
21/09/2023
আর্কাইভ তারিখ
21/09/2023